শিক্ষার খবর

জীবনের কঠিনতম পরিস্থিতিতেও হাল ছাড়েননি তরুণী! মাত্র ২২ বছর বয়সে হলেন IAS অফিসার

Advertisement

জীবনের বিভিন্ন সময়ে নানান কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় মানুষকে। তবে জীবনের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে স্বপ্ন সফল সম্ভব। তেমনই নিজের স্বপ্ন পূরণের জন্য পাঞ্জাবের এক তরুণীর লড়াইয়ের কাহিনী নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে আজকের পড়ুয়াদের। এই আইএএস (IAS) অফিসারের নাম রিতিকা জিন্দাল। মাত্র ২২ বছর বয়সে আইএএস অফিসার হয়েছিলেন তিনি।

পাঞ্জাবের মোগা শহরের বাসিন্দা রিতিকা জিন্দাল। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আইএএস (IAS) অফিসার হবেন। মোগা শহর থেকেই স্কুলের পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছিলেন রিতিকা জিন্দাল। এরপর তিনি ভর্তি হন দিল্লির লেডি শ্রী রাম কলেজ অফ কমার্সে। সেখান থেকে স্নাতক হন তিনি। এরপর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তরুণী। সে সময় তাঁর বাবার ওরাল ক্যান্সার ধরা পড়ে। বাবার শুশ্রূষায় হাসপাতালে রয়ে যান রিতিকা। সে সময় জীবনের কঠিন পরিস্থিতিকে চোখের সামনে দেখতে পেয়েছিলেন তিনি। তবু হাল ছাড়েননি রিতিকা। চালিয়ে যান পরীক্ষার প্রস্তুতি। তাঁর বাবা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। সে সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। হাল না ছেড়ে লড়াই জারি রাখেন রিতিকা। প্রথম প্রচেষ্টায় না হলে ফের পরীক্ষায় বসেন রিতিকা জিন্দাল।

আরও পড়ুনঃ মে মাসের সমস্ত চাকরির খবর

২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসেন তিনি। আর সেবারেই হলো স্বপ্ন পূরণ। ৮৮ তম স্থান পেয়ে মাত্র বাইশ বছর বয়সেই আইএএস নির্বাচিত হন রিতিকা জিন্দাল। বর্তমানে তিনি এসডিএম পদে কাজ করছেন। সম্প্রতি হিমাচল প্রদেশের সরকার যে ১৬ জন আইএএস অফিসার কে বদলি করেছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মান্ডির এসডিএম রিতিকা জিন্দাল। এই বদলির ঘটনা থেকেই তাঁর লড়াইয়ের কাহিনী সামনে আসে।

IAS

Related Articles