চাকরির খবর

৪১৩৫ শূন্যপদে ব্যাংকে নিয়োগ চলছে, অনলাইনে আবেদন চলবে ১০ নভেম্বর পর্যন্ত

Advertisement

গোটা দেশজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আই.বি.পি.এস -এর তরফ থেকে মোট ৪ হাজার ১৩৫ শূন্যপদে প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে Institute of Banking Personnel Selection (IBPS).

যেসব ব্যাংকে নিয়োগ করা হবে- ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পদের নাম- প্রবেশনারি অফিসার।
শূন্যপদ- মোট ৪১৩৫ টি। (SC- ৬৭৯, ST- ৩৫০,OBC- ১১০২, EWS- ৪০৪, GEN- ১৬০০)
বয়স- ০১/১০/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/১০/১৯৯১ থেকে ০১/১০/২০০০ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতক (গ্র্যাজুয়েশন পাশ)।
ন্যাশনালিটি- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল এবং ভুটানের বাসিন্দারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যের সরকারি কলেজে গ্রূপ- সি ও ডি কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগামী বছর জানুয়ারি মাসে। অনলাইনে মেইন পরীক্ষা হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস-
১) ইংরেজি- ৩০ নম্বর
২) গণিত- ৩৫ নম্বর
৩) রিজনিং- ৩৫ নম্বর

চাকরির খবরঃ জেলা আদালতে কর্মী নিয়োগ চলছে

পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র আছে। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র গুলি হল- আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। মেইন পরীক্ষার কেন্দ্র গুলি হল- আসানসোল, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি।

চাকরির খবরঃ সাহিত্য একাডেমি দপ্তরে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করতে পারবেন ১০ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

আবেদন ফি- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১৭৫ টাকা (SC/ ST/ PWD/ EXSM -এর ক্ষেত্রে) এবং ৮৫০ (UR/ OBC ও বাকি অন্যান্যদের ক্ষেত্রে)। অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles