ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর তরফে প্রকাশ করা হলো ক্লার্ক পদে নিয়োগের মেইন পরীক্ষার ফলাফল। যে সকল
পরীক্ষার্থীরা CRP-Clerks-XII মেইন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট (ibps.in) এ গিয়ে পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
IBPS Clerk Result Publish
রেজাল্ট চেক করবেন কিভাবে?
১) রেজাল্ট চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ibps.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত (CRP-Clerks-XII) মেইন একজামিনেশনের রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ WBCS সিলেবাসে বিরাট পরিবর্তন!
৪) এরপর রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষাটি হয়েছিল ২০২২ এর অক্টোবর মাস নাগাদ। আর এবার প্রকাশ পেল পরীক্ষার ফলাফল। এপ্রিল ১ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত ফলাফল চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন