চাকরির খবর

IBPS | প্রকাশিত হলো আইবিপিএস এর বিভিন্ন পরীক্ষার দিনক্ষণ! কবে কোন পরীক্ষা? জেনে নিন বিস্তারিত

Advertisement

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) -এর তরফে সম্প্রতি ঘোষণা করা হলো বিভিন্ন পরীক্ষার দিনক্ষণ। পরীক্ষার সময়সুচী প্রকাশ পেয়েছে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট (https://ibps.in) এ গিয়ে সময়সূচি দেখে নিতে।

সম্প্রতি আইবিপিএস এর তরফে আরআরবি, ক্লার্ক, পিও(প্রবেশনারি অফিসার), অফিসার স্কেল ১, ২, ৩ এবং স্পেশাল অফিসার পদে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগস্টের ২৬, ২৭ তারিখ ও সেপ্টেম্বরের ২ তারিখ আয়োজিত হবে আইবিপিএসের ক্লার্ক পদের প্রিলিমিনারি পরীক্ষাটি। এরপর আগামী ৭ই অক্টোবর আয়োজিত হবে এর মেন পরীক্ষাটি।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

join Telegram

পিও (প্রবেশনারি অফিসার) পদের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ২৩ ও ৩০শে সেপ্টেম্বর ও ১লা অক্টোবর। এর মেন পরীক্ষাটি আয়োজিত হবে ৫ই নভেম্বর নাগাদ। এছাড়া আরআরবি অফিসার স্কেল ১ ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে আগস্টের ৫, ৬, ১২, ১৩, এবং ১৯ তারিখ নাগাদ। এর মুল পরীক্ষাটি সেপ্টেম্বরের ১০ ও ১৬ তারিখে অনুষ্ঠিত হবে। একইসাথে, অফিসার স্কেল ‘২’ এবং ‘৩’ এর পরীক্ষা আয়োজিত হবে সেপ্টেম্বরের ১০ তারিখে।

জানানো হয়েছে, স্পেশালিস্ট অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ৩০ ও ৩১ ডিসেম্বর। এবং মূল পরীক্ষাটি আগামী বছরের ২৮শে জানুয়ারিতে আয়োজন করা হবে। ইতিমধ্যে জানানো হয়েছে পরীক্ষার আবেদন গ্রহণ হবে অনলাইন মারফত। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপলোড করতে হবে আগ্রহী পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, আইবিপিএস জানিয়েছে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে।

FB Join

Related Articles