Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

প্র্যাকটিস সেট ৩

1. চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?

[A] ক্যাফিন
[B] ক্লোরোফিন
[C] নিকোটিন
[D] অ্যাসপিরিন

উত্তরঃ [A] ক্যাফিন

2. সুষম খাদ্যের মোট উপাদান—

[A] ৬ টি
[B] ৩ টি
[C] ৯ টি
[D] ৭ টি

উত্তরঃ [A] ৬ টি

3. ভারতের বর্তমান শিশু উন্নয়ন মন্ত্রী কে?

[A] স্মৃতি ইরানি
[B] নারায়ণ তাতু রানে
[C] অন্নপূর্ণা দেবী
[D] মনসুখ মান্ডাভিয়া

উত্তরঃ [C] অন্নপূর্ণা দেবী

4. কোনো সংখ্যার 60% = 120 হলে, সংখ্যাটি কত?

[A] 150
[B] 200
[C] 240
[D] 400

উত্তরঃ [B] 200

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ‘A Writer’s People’ লিখেছেন—

[A] বিক্রম শেঠ
[B] ডি.এস. নরপাল
[C] ঝুম্পা লাহিড়ী
[D] অরুন্ধতী রায়

উত্তরঃ [A] বিক্রম শেঠ

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২

6. যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শীয় পরিবর্তন হয় না তা হল—

[A] APC
[B] PSR
[C] OMU
[D] BDO

উঃ [C] OMU

7. ভিটামিন সি -এর অপর নাম কী?

[A] সাইট্রিক অ্যাসিড
[B] ফলিক অ্যাসিড
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] রাইবোফ্লোবিন

উত্তরঃ [C] অ্যাসকরবিক অ্যাসিড

8. কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা ব্যবহার করা হয়?

[A] কলেরা
[B] যক্ষা
[C] ধনুষ্ঠংকার
[D] টাইফয়েড

উত্তরঃ [B] যক্ষা

9. নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়—

[A] আমাশয়
[B] কলেরা
[C] যক্ষা
[D] পোলিও

উত্তরঃ [D] পোলিও

10. জাতাইপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

[A] গুজরাত
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] কর্নাটক

উত্তরঃ [B] মহারাষ্ট্র

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles