এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. AIDS রোগের ভাইরাস বাহিত হয়—
[A] লালারসের মাধ্যমে
[B] রক্তের মাধ্যমে
[C] ঘামের মাধ্যমে
[D] মূত্রের মাধ্যমে
উঃ [B] রক্তের মাধ্যমে
2. ICDS কথাটির পুরো নাম কী?
[A] Integrated Child Development Scheme
[B] Integrated Children Development Scheme
[C] Integrated Child Development Services
[D] Indian Children Development Scheme
উত্তরঃ [C] Integrated Child Development Services
3. মায়োসিস প্রক্রিয়ায় শরীরের নিম্নলিখিত কোন্ অঙ্গে কোষবিভাজন হয়?
[A] শুক্রাশয়ে
[B] অগ্নাশয়
[C] নখে
[D] হাড়ে
উত্তরঃ [A] শুক্রাশয়ে
খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী পারফেক্ট গাইড বুক। বাজারের মধ্যে অন্যতম হবে এই বইটি। শীঘ্রই পাওয়া যাবে আপনার নিকটবর্তী বুক স্টলে ও অনলাইনে।
ICDS Karmi Sahayika WhatsApp Group- Join Now
4. পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদী?
[A] যমুনা
[B] হুগলি
[C] গঙ্গা
[D] ব্রহ্মপুত্র
উত্তরঃ [C] গঙ্গা
5. একটি আয়তঘনক -এর কতগুলি শীর্ষবিন্দু?
[A] 3 টি
[B] 5 টি
[C] 4 টি
[D] 8 টি
উত্তরঃ [D] 8 টি
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫
6. কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়?
[A] 1973 সালে
[B] 1980 সালে
[C] 1976 সালে
[D] 1987 সালে
উত্তরঃ [B] 1980 সালে
7. স্কার্ভি রোগ হয় কোন্ ভিটামিন -এর অভাবে?
[A] C
[B] E
[C] A
[D] K
উত্তরঃ [A] C
8. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
[A] 1995 সালে
[B] 1977 সালে
[C] 1980 সালে
[D] 1985 সালে
উত্তরঃ [A] 1995 সালে
9. UNICEF -এর সম্পূর্ণ নাম কী?
[A] Union Nation International Children’s Emergency Federation
[B] United Nations International Child Emergency Federation
[C] Union Nation International Children’s Emergency Fund
[D] United Nations International Children’s Emergency Fund
উত্তরঃ [D] United Nations International Children’s Emergency Fund
10. উদ্ভিদের কোন্ জীবনক্রিয়া আলোকদশা ও অন্ধকার দশায় বিভক্ত?
[A] বাষ্পমোচন
[B] সালোকসংশ্লেষ
[C] রেচন
[D] শ্বসন
উত্তরঃ [B] সালোকসংশ্লেষ
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇