এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কী?
[A] নিউমোনিয়া
[B] ইনফ্লুয়েঞ্জা
[C] আমাশয়
[D] ম্যালেরিয়া
উত্তরঃ [A] নিউমোনিয়া
2. ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[A] ইন্দিরা গান্ধী
[B] রাজীব গান্ধী
[C] মোরারাজি দেশাই
[D] অটল বিহারী বাজপেয়ী
উত্তরঃ [A] ইন্দিরা গান্ধী
3. অস্থি এক প্রকার—
[A] আবরণী কলা
[B] ক্ষরণকারী কলা
[C] যোগকলা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] যোগকলা
4. কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য পরিচিত?
[A] সুভাষ চন্দ্র বসু
[B] রাজা রামমোহন রায়
[C] স্বামী বিবেকানন্দ
[D] সর্দার প্যাটেল
উত্তরঃ [B] রাজা রামমোহন রায়
5. একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল থাকে?
[A] 5 টি
[B] 7 টি
[C] 4 টি
[D] 2 টি
উত্তরঃ [D] 2 টি
6. কবে ‘জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?
[A] 1987 সালে
[B] 1978 সালে
[C] 1986 সালে
[D] 1976 সালে
উত্তরঃ [C] 1986 সালে
7. বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
[A] ভিটামিন E
[B] ভিটামিন C
[C] ভিটামিন D
[D] ভিটামিন A
উত্তরঃ [A] ভিটামিন E
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৭
8. পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কত সালে পাশ হয়?
[A] 2009 সালে
[B] 2007 সালে
[C] 2006 সালে
[D] 2003 সালে
উত্তরঃ [C] 2006 সালে
9. উদ্ভিদের বৃদ্ধি-সহায়ক একটি হরমোন হল—
[A] ইথিলিন
[B] অক্সিন
[C] ফ্লোরিজেন
[D] S.T.H
উত্তরঃ [B] অক্সিন
10. ম্যালেরিয়া রোগের কারণ কী?
[A] ছত্রাক
[B] ব্যাকটেরিয়া
[C] ভাইরাস
[D] প্রোটোজোয়া
উত্তরঃ [D] প্রোটোজোয়া
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇