এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. পোলিও রোগটি ঘটে কার দ্বারা?
[A] ব্যাকটেরিয়া
[B] ভাইরাস
[C] প্রোটোজোয়া
[D] কৃমি
উত্তরঃ [B] ভাইরাস
2. ICDS -এর ধারণাটি কোথা থেকে এসেছে?
[A] WHO -এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে
[B] 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে
[C] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্টি শিশুদের কথা ভেবে
[D] শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষিত করতে
উত্তরঃ [B] 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে
3. যক্ষা রোগের জীবানু সবচেয়ে বেশি আক্রমণ করে—
[A] হৃৎপিণ্ডকে
[B] যকৃতকে
[C] বৃক্ককে
[D] ফুসফুসকে
উত্তরঃ [D] ফুসফুসকে
4. You should abide _____ the rules.
[A] by
[B] in
[C] on
[D] to
উত্তরঃ [A] by
5. মানবদেহে পরিপাকনালীর খাদ্য শোষণকারী অংশটি হল—
[A] ইসোফেগাস
[B] পাকস্থলী
[C] ক্ষুদ্রান্ত্র
[D] বৃহদন্ত্র
উত্তরঃ [D] ক্ষুদ্রান্ত্র
6. একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল?
[A] 3 টি
[B] 6 টি
[C] 7 টি
[D] 2 টি
উত্তরঃ [A] 3 টি
7. কুটির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কী?
[A] জালেবি
[B] রসগোল্লা
[C] গুলাব জামুন
[D] সন্দেশ
উত্তরঃ [D] সন্দেশ
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৮
8. ভারতবর্ষে কবে “National Forest Policy” চালু হয়?
[A] 1954 সালে
[B] 1956 সালে
[C] 1952 সালে
[D] 1972 সালে
উত্তরঃ [C] 1952 সালে
9. পেলেগ্ৰা রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?
[A] ভিটামিন B বা B কমপ্লেক্স
[B] ভিটামিন D
[C] ভিটামিন K
[D] ভিটামিন C
উত্তরঃ [A] ভিটামিন B বা B কমপ্লেক্স
10. যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গকে কার্যকর রাখতে সাহায্য করে?
[A] বৃক্ক
[B] অস্থি
[C] ফুসফুস
[D] হৃৎপিন্ড
উত্তরঃ [D] হৃৎপিন্ড
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇