এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে উঠানামা করে তার নাম কী?
[A] টাইফয়েড
[B] আন্ত্রিক
[C] ম্যালেরিয়া
[D] ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ [A] টাইফয়েড
2. ভারতের কোথায় প্রথম ICDS প্রকল্পটি চালু হয়?
[A] উত্তরপ্রদেশ
[B] দিল্লি
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাড়ু
উত্তরঃ [B] দিল্লি
3. হৃৎপিন্ডে আবরণকারী পর্দার নাম কী?
[A] মায়োকার্ডিয়াম
[B] এন্ডোকার্ডিয়াম
[C] পেরিকার্ডিয়াম
[D] কার্ডিয়োমিয়াম
উত্তরঃ [C] পেরিকার্ডিয়াম
4. একটি লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল?
[A] 3 টি
[B] 5 টি
[C] 7 টি
[D] 9 টি
উত্তরঃ [A] 3 টি
5. ম্যানগ্রোভের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির আবাসস্থল?
[A] ভারতীয় হাতি
[B] রেড পান্ডা
[C] বেঙ্গল টাইগার
[D] এশিয়াটিক সিংহ
উত্তরঃ [C] বেঙ্গল টাইগার
6. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কী হয়?
[A] কোষের সংখ্যা বৃদ্ধি পায়
[B] কোষের সংখ্যা হ্রাস পায়
[C] কোষের আকার বৃদ্ধি পায়
[D] কোষ শিথিল হয়ে যায়
উত্তরঃ [A] কোষের সংখ্যা বৃদ্ধি পায়
7. ম্যালেরিয়া রোগ ছাড়ায় কীসের দ্বারা?
[A] পুরুষ এনোফিলিস মশা
[B] স্ত্রী এনোফিলিস মশা
[C] পুরুষ কিউলেক্স মশা
[D] স্ত্রী এডিস মশা
উত্তরঃ [B] স্ত্রী এনোফিলিস মশা
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৯
8. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল—
[A] ওয়েস্ট ইন্ডিজ
[B] ইংল্যান্ড
[C] দক্ষিণ আফ্রিকা
[D] ভারত
উত্তরঃ [C] দক্ষিণ আফ্রিকা
9. টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—
[A] TT
[B] BCG
[C] OPV
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] TT
10. একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত?
[A] 99°-100° ফারেনহাইট
[B] 97°-98° ফারেনহাইট
[C] 98°- 98° ফারেনহাইট
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] 98°-99°
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇