এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া প্রয়োজন?
[A] ছ’মাস বয়স থেকে
[B] সাত মাস বয়স থেকে
[C] আট মাস বয়স থেকে
[D] তিন মাস বয়স থেকে
উত্তরঃ [A] ছ’মাস বয়স থেকে
2. হেপাটাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়?
[A] ফুসফুস
[B] স্নায়ুতন্ত্র
[C] যকৃত
[D] পাকস্থলী
উত্তরঃ [C] যকৃত
3. জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত?
[A] 1.7 থেকে 2.5 কেজি
[B] 2.6 থেকে 3.5 কেজি
[C] 2.2 থেকে 2.7 কেজি
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] 2.6 থেকে 3.5 কেজি
4. ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাস রোগ প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?
[A] DPT
[B] OPV
[C] MMR
[D] TT
উত্তরঃ [A] DPT
5. কত ডেসিবেলের অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
[A] 20 ডেসিবেল
[B] 40 ডেসিবেল
[C] 60 ডেসিবেল
[D] 10 ডেসিবেল
উত্তরঃ [C] 60 ডেসিবেল
👇 নতুন সিলেবাস অনুযায়ী বাজারের একমাত্র বই 👇
6. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল—
[A] গলগি বডি
[B] নিউক্লিয়াস
[C] লাইসোজোম
[D] রাইবোজোম
উত্তরঃ [D] রাইবোজোম
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৩
7. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্য নোবেল পুরস্কার পাননি?
[A] টনি মরিসন
[B] গ্যাব্রিয়েলা মিস্ট্রেল
[C] অরুন্ধতী রায়
[D] ওল্গা টোকারজুক
উত্তরঃ [C] অরুন্ধতী রায়
8. আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন?
[A] খ্রিস্টপূর্ব 323-এ
[B] খ্রিস্টপূর্ব 325-এ
[C] খ্রিস্টপূর্ব 326-এ
[D] খ্রিস্টপূর্ব 327-এ
উত্তরঃ [D] খ্রিস্টপূর্ব 327-এ
9. ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক কাকে বলা হয়?
[A] মহাত্মা গান্ধীকে
[B] দাদাভাই নওরোজি
[C] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[D] ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
উত্তরঃ [A] মহাত্মা গান্ধীকে
10. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ’নাইট’ উপাধি পরিত্যাগ করেন—
[A] 1905 সালে
[B] 1911 সালে
[C] 1914 সালে
[D] 1919 সালে
উত্তরঃ [D] 1919 সালে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇