এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. গ্রাম পঞ্চায়েতের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?
[A] প্রতি মাসে একবার সভা অনুষ্ঠিত হয়
[B] প্রতি মাসে তিনবার সভা অনুষ্ঠিত হয়
[C] প্রতি মাসে ছয়বার সভা অনুষ্ঠিত হয়
[D] প্রতি মাসে আটবার সভা অনুষ্ঠিত হয়
উত্তরঃ [A] প্রতি মাসে একবার সভা অনুষ্ঠিত হয়
2. বায়ু দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ)- আইন কত সালে প্রণয়ন হয়?
[A] 1982 সালে
[B] 1986 সালে
[C] 1981 সালে
[D] 1978 সালে
উত্তরঃ [C] 1981 সালে
3. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
[A] 150 দিন
[B] 120 দিন
[C] 110 দিন
[D] 125 দিন
উত্তরঃ [B] 120 দিন
4. ভারতের ’জাতীয় জনসংখ্যা নীতি’ কত সালে প্রণয়ন হয়?
[A] 4000 সালে
[B] 1000 সালে
[C] 3000 সালে
[D] 2000 সালে
উত্তরঃ [D] 2000 সালে
5. একজন স্বাভাবিক মানুষের BMI কত হওয়া উচিত?
[A] 25-30 এর মধ্যে
[B] 30-40 এর মধ্যে
[C] 55-60 এর মধ্যে
[D] 15-20 এর মধ্যে
উত্তরঃ [A] 25-30 এর মধ্যে
6. ICMR -এর নির্দেশ অনুযায়ী খাদ্য তালিকায় প্রধান তিন প্রকার খাদ্য উপাদান কি পরিমাণে থাকা উচিত?
[A] শর্করা 20- 30%, স্নেহ পদার্থ 10-20% এবং বাকি প্রোটিন
[B] শর্করা 30-40%, স্নেহ পদার্থ 20-25% এবং বাকি প্রোটিন
[C] শর্করা 60-70%, স্নেহ পদার্থ 15-20% এবং বাকি প্রোটিন
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] শর্করা 60-70%, স্নেহ পদার্থ 15-20% এবং বাকি প্রোটিন
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৫
7. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়?
[A] 4 ফেব্রুয়ারি
[B] 3 ফেব্রুয়ারি
[C] 6 ফেব্রুয়ারি
[D] 8 ফেব্রুয়ারি
উত্তরঃ [A] 4 ফেব্রুয়ারি
8. নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়?
[A] ভানুয়াটু
[B] নেদারল্যান্ডস্
[C] আলাস্কা
[D] কানাডা
উত্তরঃ [C] আলাস্কা
9. কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
[A] O+
[B] O-
[C] AB+
[D] AB-
উত্তরঃ [B] O-
10. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন—
[A] 1890 সালে
[B] 1892 সালে
[C] 1893 সালে
[D] 1894 সালে
উত্তরঃ [C] 1993 সালে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇