এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. মায়োপিয়া রোগে ব্যাক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] ফুসফুস
[B] জিভ
[C] চোখ
[D] গলা
উত্তরঃ [C] চোখ
2. চর্মরোগ হয় কোন ভিটামিনের অভাবে?
[A] ভিটামিন B
[B] ভিটামিন K
[C] ভিটামিন C
[D] ভিটামিন D
উত্তরঃ [A] ভিটামিন B
3. রিকেট রোগ হতে দেখা যায় কোন খনিজ লবনের অভাবে?
[A] সোডিয়াম
[B] ক্যালসিয়াম ও ফসফরাস
[C] আয়োডিন
[D] পটাশিয়াম
উত্তরঃ [B] ক্যালসিয়াম ও ফসফরাস
4. শিশুর বিকাশের স্তর কয়টি?
[A] চারটি
[B] আটটি
[C] পাঁচটি
[D] সাতটি
উত্তরঃ [A] চারটি
আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয়?
[A] মিনামাটা
[B] ক্যাডমিয়াম
[C] ফ্লোরসিস
[D] ইটাই-ইটাই
উত্তরঃ [C] ফ্লোরসিস
6. ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত?
[A] 7 জন
[B] 9 জন
[C] 3 জন
[D] 5 জন
উত্তরঃ [D] 5 জন
7. ’কমনওয়েলথ্ গেমস্’ কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়?
[A] 1990
[B] 2010
[C] 2014
[D] 2018
উত্তরঃ [B] 2010
8. কোন হরমোনটি পিটুইটারি অগ্র খন্ড থেকে নিঃসৃত হয় না?
[A] ACTH
[B] TSH
[C] FSH
[D] ADH
উত্তরঃ [D] ADH
পরীক্ষায় পাশ করার জন্য আজকেই সংগ্রহ করুন 👇👇
9. বিশ্বের বৃহত্তম Rain forest-এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল?
[A] মেক্সিকো
[B] ভেনিজুয়েলা
[C] ব্রাজিল
[D] ইকুয়েডর
উত্তরঃ [C] ব্রাজিল
10. জিন ব্যাংক যার উদাহরণ, তা হল—
[A] এক্স সিটু সংরক্ষণ
[B] জীব বৈচিত্র্য হটস্পট
[C] ইন সিটু সংরক্ষণ
[D] মাইক্রোপ্রোপাগেশন
উত্তরঃ [A] এক্স সিটু সংরক্ষণ