এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. মানুষের রক্তে কত শতাংশ জল থাকে?
[A] 10 শতাংশের বেশি
[B] 30 শতাংশের বেশি
[C] 90 শতাংশের বেশি
[D] 20 শতাংশের বেশি
উত্তরঃ [C] 90 শতাংশের বেশি
2. কোন সালকে ভারতের ‘জনসংখ্যা বর্ষ’ বলা হয়?
[A] 1985 সালকে
[B] 1974 সালকে
[C] 1981 সালকে
[D] 1992 সালকে
উত্তরঃ [B] 1974 সালকে
3. ডিপথেরিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] গলা
[B] মস্তিষ্ক
[C] চোখ
[D] জিভ
উত্তরঃ [A] গলা
4. আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্থাপন করা হয় কত সালে?
[A] 1974 সালে
[B] 1978 সালে
[C] 1986 সালে
[D] 1976 সালে
উত্তরঃ [D] 1976 সালে
আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়?
[A] X
[B] Y
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] X
6. কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় কত সালে?
[A] 2009 সালে
[B] 2011 সালে
[C] 2023 সালে
[D] 2020 সালে
উত্তরঃ [C] 2023 সালে
7. পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি?
[A] মস
[B] ফার্ণ
[C] শ্যাওলা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] মস
8. লাওনেল মেসি কোন দেশের নাগরিক?
[A] ব্রাজিল
[B] আর্জেন্টিনা
[C] বলিভিয়া
[D] পোর্তুগাল
উত্তরঃ [B] আর্জেন্টিনা
👇 বইটি আজকেই সংগ্রহ করুন 👇
9. কোশের শক্তিঘর কাকে বলে?
[A] মাইটোকনড্রিয়া
[B] লাইসোজোম
[C] রাইবোজোম
[D] সাইটোপ্লাজম
উত্তরঃ [A] মাইটোকনড্রিয়া
10. ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন কে?
[A] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[B] দেবেন্দ্রনাথ ঠাকুর
[C] কেশব চন্দ্র সেন
[D] রাজা রামমোহন রায়
উত্তরঃ রাজা রামমোহন রায়