Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৯ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. মানুষের রক্তের pH মান কত?

[A] 6.35 – 7.35
[B] 5.35- 5.55
[C] 7.35 – 7.45
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] 7.35 – 7.45

2. সাইনুসাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] মস্তিষ্ক
[B] মুখের হাড়
[C] পা
[D] গলা

উত্তরঃ [B] মুখের হাড়

3. ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি?

[A] ফুসফুস
[B] দেহত্বক
[C] শ্বাসনালী
[D] ফুলকা

উত্তরঃ [D] ফুলকা

4. কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়?

[A] 1980 সালে
[B] 1998 সালে
[C] 1976 সালে
[D] 1981 সালে

উত্তরঃ [A] 1980 সালে

নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. রক্ত কোথায় তৈরি হয়?

[A] হৃদপিণ্ড
[B] প্লীহা
[C] মেরুরজ্জু
[D] যকৃত

উত্তরঃ [C] মেরুরজ্জু

6. দুবে কমিটি কত সালে গঠিত হয়?

[A] 1978 সালে
[B] 1972 সালে
[C] 1986 সালে
[D] 1976 সালে

উত্তরঃ [B] 1972 সালে

7. নব্য প্রস্তর যুগের মানুষরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল?

[A] কৃষিকাজ
[B] পশুপালন
[C] মৃৎশিল্প
[D] A ও B উভয়ই

উত্তরঃ [D] A ও B উভয়ই

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৮

8. হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়ক গ্যাস কোনটি?

[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] অক্সিজেন
[C] কার্বন মনোক্সাইড
[D] ক্লোরো ফ্লোরো কার্বন

উত্তরঃ [C] কার্বন মনোক্সাইড

👇 স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন 👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

9. পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন—

[A] প্রজাপতি
[B] ইন্দ্র
[C] অগ্নি
[D] বরুণ

উত্তরঃ [A] প্রজাপতি

10. কলেরা রোগে কোন অঙ্গটি খারাপ হয়ে যায়?

[A] অগ্নাশয়
[B] পাকস্থলী
[C] ক্ষুদ্রান্ত
[D] বৃহদন্ত্র

উত্তরঃ [D] বৃহদন্ত্র

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles