এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. কোন ভিটামিনের অভাবের ফলে কনজেক্টিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা দেয়?
[A] ভিটামিন K
[B] ভিটামিন D
[C] ভিটামিন A
[D] ভিটামিন C
উত্তরঃ [C] ভিটামিন A
2. রিকেট রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] অস্থি বা হাড়
[B] জিভ
[C] কান
[D] দাঁত
উত্তরঃ [A] অস্থি বা হাড়
3. মানব দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি?
[A] অপটিক
[B] অলফ্যাক্টরি
[C] সায়াটিক
[D] ভেগাস
উত্তরঃ [C] সায়াটিক
4. বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি?
[A] থার্মোস্ফিয়ার
[B] মেসোস্ফিয়ার
[C] আয়ানোস্ফিয়ার
[D] কোনটিই নয়
উত্তরঃ [A] থার্মোস্ফিয়ার
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. বৃদ্ধ ও বিধবা ভাতায় প্রতিমাসে কত টাকা অনুদান দেওয়া হয়?
[A] 5000
[B] 7000
[C] 500
[D] 1000
উত্তরঃ [D] 1000 টাকা
6. পুচ্ছ ও ফ্লিপার কোন্ প্রাণীর গমনাঙ্গ?
[A] তিনি
[B] ব্যাং
[C] চিংড়ি
[D] বাদুড়
উত্তরঃ [A] তিমি
7. বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন?
[A] অগ্নিমিত্র শুঙ্গ
[B] পুষ্যমিত্র শুঙ্গ
[C] বাসুদেব কাম্ব
[D] গৌতমীপুত্র সাতকর্নি
উত্তরঃ [B] পুষ্যমিত্র শুঙ্গ
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩০
8. উদ্ভিদ দেহে জল সংবহনে মুখ্য ভূমিকা নেয়—
[A] ফ্লোয়েম
[B] কোলেন কাইমা
[C] প্যারেনকাইমা
[D] জাইলেম
উত্তরঃ [D] জাইলেম
👇 স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন 👇
9. ফা হিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন—
[A] স্কন্দ গুপ্ত
[B] সমুদ্র গুপ্ত
[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[D] প্রথম কুমার গুপ্ত
উত্তরঃ [C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
10. অ্যাসিটাইল কোলিন হল—
[A] অধিবিষ
[B] ভিটামিন
[C] উৎসেচক
[D] ট্রান্সমিটার কেমিক্যাল
উত্তরঃ [D] ট্রান্সমিটার কেমিক্যাল