Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩২ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. ইনসুলিন প্রধানত পাওয়া যায়—

[A] পেঁয়াজ, রসুন
[B] ডাল
[C] চাল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] পেঁয়াজ, রসুন

2. মানব দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হল—

[A] কিডনি
[B] অগ্নাশয়
[C] যকৃত
[D] বৃহদন্ত্র

উত্তরঃ [C] যকৃত

3. পৌষ্টিক নালীর যে অংশে খাদ্য পাচিত হয়—

[A] বৃহদন্ত্র
[B] ক্ষুদ্রান্ত
[C] পাকস্থলী
[D] যকৃত

উত্তরঃ [B] ক্ষুদ্রান্ত

4. ’Convention of the Biological Diversity’ বা ’বসুন্ধরা সম্মেলন’ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়?

[A] 1993 সালে
[B] 1981 সালে
[C] 1985 সালে
[D] 1992 সালে

উত্তরঃ [D] 1992 সালে

নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ফো-কুয়ো-কি গ্রন্থটি রচনা করেন—

[A] ইৎ সিং
[B] ইউয়েন সাঙ
[C] ফা-হিয়েন
[D] মেগাস্থিনিস

উত্তরঃ [C] ফা-হিয়েন

6. স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পটি কত সালে গৃহীত হয়?

[A] 2014 সালের 2রা অক্টোবর
[B] 2016 সালের 2রা অক্টোবর
[C] 2018 সালের 2রা অক্টোবর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] 2014 সালের 2রা অক্টোবর

7. সন্ধ্যাকর নন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন—

[A] প্রতিহার
[B] রাষ্ট্রকূট
[C] সেন
[D] পাল

উত্তরঃ [D] পাল

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩১

8. RH -ফ্যাক্টর কে আবিষ্কার করেন?

[A] উইলিয়াম হার্ভে
[B] এডওয়ার্ড জেনার
[C] ল্যান্ডস্টেইনার
[D] কেউ নয়

উত্তরঃ [C] ল্যান্ডস্টেইনার

👇 স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন 👇

https://t.me/exambanglaofficial

9. ’গীতগোবিন্দ’ এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?

[A] ধর্মপাল
[B] দেবপাল
[C] বল্লাল সেন
[D] লক্ষণ সেন

উত্তরঃ [D] লক্ষণ সেন

10. বাষ্প মোচনের স্বাভাবিক উষ্ণতা হল—

[A] 15°C-30°C
[B] 30°C-40°C
[C] 25°C-30°C
[D] 35°C-45°C

উত্তরঃ [C] 25°C-30°C

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles