Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৩ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. আয়োডিনের উৎস হল—

[A] সামুদ্রিক লবণ ও সামুদ্রিক মাছ
[B] শাক সবজি
[C] চিনি
[D] দুধ

উত্তরঃ [A] সামুদ্রিক লবণ ও সামুদ্রিক মাছ

2. সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হল—

[A] সিন্ধু লিপি
[B] মুদ্রা
[C] সিল
[D] প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ

উত্তরঃ [D] প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ

3. রান্না করলে যে ভিটামিন নষ্ট হয়—

[A] ভিটামিন A
[B] ভিটামিন C
[C] ভিটামিন K
[D] ভিটামিন B

উত্তরঃ [B] ভিটামিন C

4. নিচের কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি?

[A] স্নানাগার
[B] শস্যাগার
[C] নগর প্রাচীর
[D] মন্দির

উত্তরঃ [D] মন্দির

নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. তারা মাছের গমন অঙ্গের নাম কি?

[A] মাংসল পদ
[B] সিটা
[C] টিউব ফিট
[D] চোষক অঙ্গ

উত্তরঃ [C] টিউব ফিট

6. হরপ্পা সভ্যতার রুপার প্রত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত?

[A] মহারাষ্ট্রে
[B] পাঞ্জাবে
[C] গুজরাটে
[D] বেলুচিস্তানে

উত্তরঃ [B] পাঞ্জাবে

7. বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন হল—

[A] ইথিলিন
[B] ABA
[C] অক্সিন
[D] জিব্বেরেলিন

উত্তরঃ [D] জিব্বেরেলিন

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩২

8. ভারতে প্রথম কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়?

[A] 1949 সালের 2রা অক্টোবর
[B] 1978 সালের 2রা অক্টোবর
[C] 1959 সালের 2রা অক্টোবর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] 1959 সালের 2 অক্টোবর

👇 স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন 👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

9. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হয়—

[A] একটি পর্যায়ে
[B] দুটি পর্যায়ে
[C] তিনটি পর্যায়ে
[D] চারটি পর্যায়ে

উত্তরঃ [D] চারটি পর্যায়ে

10. পশ্চিমবঙ্গ অরণ্য আইন কত সালে পাশ হয়?

[A] 1983 সালে
[B] 1982 সালে
[C] 1986 সালে
[D] 1987 সালে

উত্তরঃ [B] 1982 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles