এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. অন্তঃকোষীয় পরিপাক হয়—
[A] হাইড্রা
[B] অ্যামিবা
[C] প্লাঙ্কটন
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] অ্যামিবা
2. কবি জয়দেব ’গীতগোবিন্দ’ রচনা করেন কোন ভাষায়?
[A] বাংলা ভাষায়
[B] সংস্কৃত ভাষায়
[C] অপভ্রংশ ভাষায়
[D] সংস্কৃত ভাষায়
উত্তরঃ [D] সংস্কৃত ভাষায়
3. লেটুস শাকে পাওয়া যায়—
[A] ভিটামিন A
[B] ভিটামিন K
[C] ভিটামিন E
[D] ভিটামিন D
উত্তরঃ [C] ভিটামিন E
4. কালিবঙ্গান প্রত্ন ক্ষেত্রটির আবিষ্কারক কে?
[A] বি কে থাপার
[B] এস আর রাও
[C] রাখালদাস বন্দ্যোপাধ্যায়
[D] দয়ারাম সাহানি
উত্তরঃ [A] বি কে থাপার
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. হৃৎপিন্ডের পেশিকলাকে বাইরের দিক থেকে ঘিরে রাখে—
[A] এন্ডোকার্ডিয়াম
[B] এপিকার্ডিয়াম
[C] মায়োকার্ডিয়াম
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] এপিকার্ডিয়াম
6. হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রটি উপকূলবর্তী?
[A] হরপ্পা
[B] কালিবঙ্গান
[C] বানওয়ালি
[D] লোথাল
উত্তরঃ [D] লোথাল
7. জলাশয়ে ভাসমান আণুবীক্ষণিক জীবকে বলে—
[A] বেনথস
[B] প্ল্যাঙ্কটন
[C] নেকটন
[D] পেলাজিক
উত্তরঃ [B] প্ল্যাঙ্কটন
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৮
8. জওহর গ্রাম উন্নয়ন যোজনা কত সালে চালু হয়েছিল?
[A] 2002 সালে
[B] 2005 সালে
[C] 2001 সালে
[D] 2003 সালে
উত্তরঃ [C] 2001 সালে
👇 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আলাদা সিলেবাস অনুযায়ী লিখিত একমাত্র বই 👇
9. খাদ্যের মূল পরিপাক কোথায় ঘটে?
[A] পাকস্থলী
[B] ক্ষুদ্রান্ত
[C] মুখগহ্বর
[D] বৃহদন্ত্র
উত্তরঃ [B] ক্ষুদ্রান্ত
10. ওজোন হোল সম্পর্কিত ’মনন্ট্রিল প্রটোকল’ -কোন সালে গৃহীত হয়?
[A] 1987 সালে
[B] 1989 সালে
[C] 1985 সালে
[D] 1978 সালে
উত্তরঃ [A] 1987 সালে