চাকরির খবর

ICDS Supervisor Recruitment: ভোট মিটলেই রাজ্যের ১৩ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ

Advertisement

দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনের ৫ টি দফার ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৪ঠা জুন এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এরপর ১০ই জুন আদর্শ আচরন বিধি প্রত্যাহার করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আদর্শ আচরণ বিধি প্রত্যাহার হওয়ার পরেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির জন্য সুপারভাইজার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রের খবর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

প্রাথমিকভাবে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, তাই সমস্ত জেলা থেকে এই পদের জন্য আবেদন জানানো যাবে। আদর্শ আচরণবিধি লাগু থাকার জন্য এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। আদর্শ আচরণ বিধি প্রত্যাহার হওয়ার ঠিক পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার। তবে সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্য সরকার প্রায় ১৩ হাজার ২২৫ জনকে নিয়োগের পরিকল্পনা করেছে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার

চাকরির খবরঃ কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ

⬇️ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সেরা বই ⬇️

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার

পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনজনিত সমস্ত প্রকার তথ্য উল্লেখ করা হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে প্রার্থীদের এবং সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলির কপি আপলোড করতে হবে। উল্লেখ্য অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পাশাপাশি ক্লার্কশিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষাগুলিও পেন্ডিং আছে। ভোট পর্ব মিটলে একে একে এই সমস্ত নিয়োগের পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার

Related Articles