রেজাল্ট

ICSE ISC Result 2023 | প্রকাশ পেল রেজাল্ট! দেখে নিন সরাসরি

Advertisement

এর আগে জানা গিয়েছিল অতি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ICSE (দশম), ISC (দ্বাদশ) এর ফলাফল। আর পরীক্ষার্থীদের অপেক্ষায় না রেখে এবার ফলাফল প্রকাশ করলো কাউন্সিল ফর দ্য স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (cisce.org) মারফত ফলাফল দেখে আসতে পারবেন।

রেজাল্ট চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (cisce.org) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ICSE, ISC রেজাল্ট 2023 এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন।

৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।

ICSE Result 2023 Direct Link
ICSE ISC Result 2023
প্রসঙ্গত, চলতি বছরে বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ২৭ ফেব্রুয়ারি থেকে। চলে ২৯ মার্চ পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটি শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে চলে ৩১ মার্চ পর্যন্ত। অনেকদিন ধরেই রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। আর এবার তাঁদের অপেক্ষার অবসান হলো।
ICSE ISC Result 2023

Related Articles