ইন্টেলিজেন্ট কমিনিউকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেড সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করবে এই সংস্থা। ভারতের যেকোনো প্রান্তের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Science Graduate
মোট শূন্যপদ- ৮৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Science [B.Sc.] in Chemistry/ Bio Chemistry/ Bacteriology/ Zoology/ Industrial Chemistry/ Environmental Chemistry/ Botany ইত্যাদি বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ২২.৭৪৪/- টাকা।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://icsil.in/app/) থেকে নিজেদের রেজিস্ট্রেশান সম্পূর্ণ করতে হবে। তারপর নির্দেশ অনুযায়ী ওয়েবফর্মে আবেদনটি পূরণ করে সাবমিট করতে হবে।
আবেদন ফি- আবেদন করার সময় কোনো আবেদন ফি না লাগলেও ফাইনাল জয়েনিংয়ের সময় রেজিস্ট্রেশান চার্জ হিসেবে ১০০০/- টাকা জমা করতে হবে চাকরিপ্রার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
আবেদনের শেষ তারিখ- ২১ জুলাই, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now