ব্যাংকে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য বড় সুখবর। IDBI ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। হ্যাঁ আই ডি বি আই ব্যাঙ্কে অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি সেই সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই পদের জন্য শূন্য পদের সংখ্যা কত, কোন যোগ্যতায় আবেদন করবেন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
যে পদে নিয়োগ করা হবে- অ্যাসিস্টেন্ট ম্যানেজার।
শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য ৬৫০টি শূন্যপদ রয়েছে। এই ৬৫০ টি সিটের মধ্যে জেনারেলের ২৬০ টি, SCর ১০০ টি, ST র ৫৪ টি ও EWS এর ৬৫ টি আর OBCর ১৭১ টি সিট সংরক্ষিত রয়েছে।
বয়সসীমা- ১লা মার্চ ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ২০ বছর এবং উর্ধ্বততম বয়সসীমা ২৫ বছর হতে হবে। তবে SC ও ST দের ৫ বছর, OBC দের তিন বছর বিশেষভাবে সক্ষমদের ১০ বছর ও এক্স সার্ভিস ম্যানদের ৫ বছর বয়সের ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোনও শাখায় স্নাতক পাশ থাকতে হবে, কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে ও আঞ্চলিক ভাষা জানলে সেক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?
বেতন- এক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডের ছয় মাস ৫০০০ টাকা করে বেতন পাওয়া যাবে আর internship এর দুই মাস ১৫ হাজার টাকা করে বেতন পাওয়া যাবে এবং ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করলে ৬.১৪ লাখ থেকে ৬.৫০ লাখ টাকা বেতন হবে।
পরীক্ষা পদ্ধতি- এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে যেখানে ৬০ নাম্বারের ডাটা এনালাইসিস, ইন্টারপ্রিটেশন, লজিকাল রিজনিংয়ের প্রশ্ন থাকবে। ৪০ নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজি ল্যাংগুয়েজের উপর ও ৪০ নম্বরের কোয়ান্টিটিটিভ অ্যাপ্রিটিউট থাকবে, জেনারেল ইকোনমি অথবা ব্যাংকিং এর উপর ৬০ নম্বর থাকবে। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং ও রয়েছে। এরপর একটি ইন্টারভিউ হবে তাতে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদেরকেই বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে আবেদন করতে হবে। www.idbibank.in-সাইটে যাবতীয় নথি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে আবেদন করা যাবে। প্রথমে অনলাইনে যেতে হবে তারপর এপ্লাই অনলাইন’বটনে ক্লিক করতে হবে তারপর নিউ রেজিস্ট্রেশন বটনে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিতে হবে। যদি কোনও কারনে একজন প্রার্থী তার যাবতীয় তথ্য সেই সময় দিতে না পারেন তাহলে সেভ এন্ড নেক্সট’বটনে ক্লিক করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যাবতীয় তথ্য দিয়ে ‘কমপ্লিট রেজিস্ট্রেশন’ বটনে ক্লিক করতে হবে ও ‘ফাইনাল সাবমিট’ বটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ বাঁকুড়া জেলা দপ্তরে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা
আবেদন ফি- ২০২৫ এর পয়লা মার্চ থেকে ২০২৫ এর ১২ই মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে SC, ST ও PWDদের অনলাইন ফি হলো ২৫০ টাকা ও অন্যান্যদের অনলাইন ফি ১০৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ- ১ লা মার্চ ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ হল ১২ ই মার্চ ২০২৫।
সম্ভাব্য অনলাইন পরীক্ষার তারিখ- এপ্রিলের ৬, ২০২৫।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.