আপনি যদি ব্যাংকে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মধ্যে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
চাকরির খবর: আগস্ট মাসের সমস্ত চাকরির খবর
পদের নাম- এক্সিকিউটিভ
শূন্যপদ- 956 টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 55 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কমপক্ষে 50 শতাংশ নম্বর লাগবে। কম্পিউটার চালানো তে দক্ষ হতে হবে।
বয়স- 01/07/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর, SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর এবং PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 10 বছরের ছাড় পাবেন এছাড়াও যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- প্রথম বছরে প্রতি মাসে 29,000/- টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে 30,000/- টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে 34,000/- টাকা করে দেওয়া হবে।
চাকরির খবর: ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.idbibank.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। ফটো, স্বাক্ষর এবং বাম হাতের ছাপ সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করতে পারবেন আগামী 18 আগস্ট পর্যন্ত।
আবেদন ফি- উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি 1000 টাকা। ST, SC, PWD প্রার্থীদের জন্য আবেদন ফি 200 টাকা। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের (Net Banking, Visa Card, Master Card, Debit Card, Credit Card ইত্যাদি) মাধ্যমে।
Official Website: Click Here