ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (IET India) দিচ্ছে স্কলারশিপ। এ বছরেও IET India Scholarship Awards 2023 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন, নেতৃত্ব দানের ক্ষমতা কে তীক্ষ্ণ করতে চায় IET India। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন।
যোগ্যতা – শুরুতেই আসুন দেখে নেই কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। AICTE অথবা UGC-অনুমোদিত প্রতিষ্ঠানে পূর্ণ সময়ের নিয়মিত স্নাতক প্রোগ্রামের (যেকোন বিষয়ে) ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীগণ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থী সরাসরি ২য় বছরে B.Tech প্রোগ্রামে যোগদান করেন তারাও এখানে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই একবারের প্রচেষ্টায় সমস্ত নিয়মিত ক্রেডিট কোর্স পাশ করে থাকতে হবে। এখনও পর্যন্ত ক্লিয়ার করা সেমিস্টারে আবেদনকারীদের মোট ৬০% বা কমপক্ষে ৬ -এর সমতুল্য CGPA স্কোর করতে হবে।
আরও পড়ুনঃ জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ
IET India সংস্থার পক্ষে জানানো হয়েছে, চলতি বছরে আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা অবধি স্কলারশিপ রাশি পেতে পারেন।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়িতে বসে আবেদন করার জন্য প্রার্থীদের IET India প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিংক এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে।
আবেদনের সময়সীমা – উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩রা জুন, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।
Apply Now: Click Here