Indira Gandhi National Open University (IGNOU) -এর তরফ থেকে বেশকিছু শূন্যপদে স্টেনোগ্রাফার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম- Junior Assistant cum Typist
মোট শূন্যপদ- ৫০ টি। (UR- ১৯ টি, SC- ৮ টি, ST- ৪ টি, OBC- ১৪ টি, EWS- ৫ টি।)
মাসিক বেতন- ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা।
বয়সসীমা- ১৮ থেকে ২৭ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত
পদের নাম- Stenographer
মোট শূন্যপদ- ৫২ টি। (UR- ২৩ টি, SC- ৭ টি, ST- ৩ টি, OBC- ১৪ টি, EWS- ৫ টি।)
মাসিক বেতন- ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- দুইটি পদের ক্ষেত্রেই নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে আবেদনকারীকে ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করার পর লগ ইন করে অনলাইন আবেদনপত্র যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
আবেদন ফি- Unreserved (UR) এবং OBC আবেদনকারীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে, SC, ST, EWS, FEMALE এবং PwBD আবেদনকারীদের ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২১ ডিসেম্বর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now