IIT Kharagpur: রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মান্যতা পায় খড়গপুর আইআইটি। দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাতেও নাম রয়েছে প্রতিষ্ঠানের। বিভিন্ন সময়ের র্যাঙ্কিংয়ে যেমন শীর্ষ স্থান অধিকার করেছে তেমনই শিক্ষার প্রসারে গড়েছে গুরুত্বপূর্ণ নজির। সম্প্রতি আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করে শ্রেষ্ঠত্বের শিরোপা আনলো খড়গপুর আইআইটি।
সম্প্রতি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ এ সেরার শিরোপা অর্জন করেছে খড়গপুর আইআইটি। সূত্রের খবর, দেশে সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কৃষি ও বনবিদ্যাতেও প্রথম স্থান অধিকার করেছে এই প্রতিষ্ঠান। এছাড়া সারা দেশের মধ্যে স্থাপত্য, পরিবেশ বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ও অর্থনীতিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে খড়গপুর আইআইটি। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে আইআইটি খড়গপুরের সামগ্রিক স্কোর ৭৬.৭।
চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ
এর সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন সিস্টেম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, আর্থ অ্যান্ড মেরিন সায়েন্স, ইলেকট্রনিক্স, পরিসংখ্যান ও অপারেশনাল রিসার্চের পাঠে তৃতীয় স্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। এছাড়া আন্তর্জাতিক স্তরে আরও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে খড়গপুর। প্রসঙ্গত, এবার দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় জায়গা বানানোর লক্ষ্যে খড়গপুর আইআইটি।