শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একবার ফের সিবিআই এর পক্ষ থেকে গৃহীত হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার টার্গেটে মুর্শিদাবাদ জেলা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখতে চলেছেন মুর্শিদাবাদ জেলার স্কুল সাব ইন্সপেক্টরদের ভূমিকা। ২১ তারিখ তাঁদের ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই অনুযায়ী সিবিআই এর তদন্তকারী অফিসারদের তরফে চলছে তৎপরতার সাথে তদন্ত। এবার তাদের নিশানায় জেলা স্কুল সাব ইন্সপেক্টররা। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এদিন ২১ শে নভেম্বর দুপুর ২টোয় মুর্শিদাবাদ জেলার মোট ১৬ স্কুল সাব ইন্সপেক্টরদের প্রয়োজনীয় নথি সমেত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান কার্যালয়ে তলব করেছে সিবিআই। জেরার সাথে সেদিনই খতিয়ে দেখা হবে সমস্ত নথি।
আরও পড়ুনঃ শীঘ্রই প্রকাশ পাবে SSC সিজিএল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড
জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ১৬ টি সার্কেলের সাব ইন্সপেক্টরদের জেরা করতে চলেছে সিবিআই। ভরতপুর, ধূলিয়ান, জলঙ্গি, কান্দি, নবগ্রাম, সুতি ১ সহ মোট ১৬ টি সার্কেলের এসআইদের ডাকা হচ্ছে সিবিআইয়ের তরফে। সূত্রের খবর, এই সাব ইন্সপেক্টরদের বয়ান রেকর্ড করা হবে। এবং তাঁদের বয়ান ভডিওগ্রাফির মাধ্যমে পেশ করা হতে পারে আদালতে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদ জেলার মোট ২৮ জন শিক্ষককে বরখাস্ত করেছে আদালত। সিবিআই এর তরফে এই আঠাশজন শিক্ষক মুর্শিদাবাদ জেলার নির্দিষ্ট সার্কেলের যে যে স্কুলে চাকুরিরত ছিলেন সেই সার্কেলের স্কুল সাব ইন্সপেক্টরদের ভূমিকাকে এবার নজরদারিতে আনতে চলেছেন সিবিআই এর তদন্তকারি অফিসারেরা। সেই মতো এদিন ২১শে নভেম্বর জেরায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় সমস্ত দিকই খতিয়ে দেখছে সিবিআই। সেই মতো গ্রহণ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।