অন্যান্য খবর

GDS পদে আবেদন করবেন? তার আগে জেনে নিন GDS নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি গ্রামীণ ডাক সেবক (GDS) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সারা দেশে বিপুল শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ হতে চলেছে শীঘ্রই। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যও সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ এটি। তবে আবেদন জানানোর আগে কিছু বিষয় অবশ্যই জেনে রাখা দরকার প্রার্থীদের। আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত দিকগুলি তুলে ধরা হল।

গ্রামীণ ডাক সেবক সমন্ধে খুঁটিনাটি

ভারতীয় ডাক বিভাগের তরফে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হয়। তবে জিডিএস ভারতীয় ডাক বিভাগ ডিপার্টমেন্টের বাইরে একটি অতিরিক্ত ডিপার্টমেন্ট (ED)-এর অন্তর্গত। এই জিডিএস-কে সম্পূর্ণ সরকারি চাকরি বলা যায় না কারণ এখানে কোনোও সার্ভিস বুক নেই। তবে গ্রামীন ডাক সেবকের চাকরি একটি পার্মানেন্ট বা স্থায়ী চাকরি। একজন গ্রামীণ ডাক সেবক চিঠিপত্রের আদানপ্রদান এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন ডাক সেবা প্রদানের ব্যবস্থা করবেন। এই কাজের ক্ষেত্রে এমন ব্যক্তিদের প্রয়োজন যারা কর্মনিষ্ঠ, সময়নিষ্ঠ এবং কথাবার্তা বলায় পারদর্শী। চিঠিপত্র এবং আনুসাঙ্গিক জিনিসপত্রের সময়মত এবং দক্ষ ডেলিভারি নিশ্চিত করার মাধ্যমে ডাক সেবকরা সংশ্লিষ্ট এলাকার মানুষজনের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রার্থীরা যদি চান, তবে জিডিএস পদে চাকরির পাশাপাশি ৩ বছরের পোস্টম্যান ও ৫ বছরের পোস্টাল অ্যাসিস্টেন্ট পদে উন্নতির জন্য পরীক্ষা দিতে পারেন। এছাড়া প্রার্থীরা ‘মাল্টি টাস্কিং স্টাফ’ পদের জন্যও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিপুল নিয়োগ

গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে কি যোগ্যতা লাগে?

গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য যে সমস্ত প্রার্থী আবেদন করতে চান, তাঁদের অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, সংরক্ষিত শ্রেণীর (SC, ST, OBC ও PWD) ক্যান্ডিডেটরা বাড়তি কিছু ছাড় পাবেন। আবেদনরত প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাঁদের বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের সাইকেল চালানো জানতে হবে।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ -এর মোট শূন্যপদ ও বেতন কত?

ভারতীয় ডাক বিভাগের সাম্প্রতিক নোটিফিকেশনে বলা হয়েছে, সারা দেশে গ্রামীণ ডাক সেবক পদের জন্য মোট ৩০০৪১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ১৩৬১৮টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য ৪১৩৮টি, এসটি ক্যান্ডিডেটদের জন্য ২৬৬৯টি, ওবিসিদের জন্য ৬০৫১টি PWD(A) দের জন্য ১৯৫টি, PWD(B) দের জন্য ২২০টি, PWD(C) দের জন্য ২৩৩টি এবং PWD(DE) দের জন্য ৭০টি আসন রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে ২১২৭টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।

এক্ষেত্রে, ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের মাসিক বেতন থাকে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকার মধ্যে। আর অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের মাসিক বেতন থাকে ১০,০০০ থেকে ২৪,৪৭০ -এর মধ্যে।

গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য কিভাবে আবেদন করতে হয়?

প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস-সহ জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করবেন। জেনারেল ক্যাটেগরি, ওবিসি ও EWS ক্যান্ডিডেটরা আবেদনমূল্য হিসেবে ১০০ টাকা জমা দেবেন। বাকিদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে গ্রামীণ ডাক সেবক পদের আবেদন প্রক্রিয়া তাই আর অপেক্ষা না করে শীঘ্রই আবেদন জানান প্রার্থীরা। এছাড়া বিস্তারিত জানতে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

আরও পড়ুনঃ কবে শুরু হচ্ছে রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ফর্ম ফিলাপ

গ্রামীণ ডাক সেবক

Related Articles