আপনি কি দশম শ্রেণী পাশে সরকারী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। নতুন নোটিফিকেশন বের হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। ভারতীয় ডাক সেবায় গ্রামীণ ডাক সেবক (GDS) পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।
WB GDS Recruitment 2023
Employment No.- No.17-67/2023-GDS
পদের নাম- গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ- ৩০০৪১ টি। [UR- ১৩৬১৮ টি, OBC- ৬০৫১ টি, SC- ৪১৩৮ টি, ST- ২৬৬৯ টি, EWS- ২৮৪৭ টি, PWD(A)- ১৯৫ টি, PWD(B)- ২২০ টি, PWD(C)- ২৩৩ টি, PWD(DE)- ৭০ টি।]
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। স্থানীয় ভাষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা) জানা জরুরি। পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যে জেল পুলিশ নিয়োগ
বয়সসীমা- গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নীচে দেওয়া হয়েছে।
আবেদন ফি- UR/ OBC/ EWS শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ ১০০/- টাকা জমা দিতে হবে। মহিলা প্রার্থী, ST, SC, PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- ২৩ আগস্ট, ২০২৩।
চাকরির খবরঃ ৪৪৫১ শূন্যপদে ব্যাঙ্কে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Vacancy Details: Download Now
Official Website: Apply Now