23 ডিসেম্বর, 2020: পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড ও কর্নাটকের পর আরও একটি নতুন রাজ্যে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ভারতীয় ডাক বিভাগ। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ওপর বিবেচনা করে নিয়োগ করা হবে। আবেদন করা যাবে অনলাইনে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে অনুরোধ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। বিজ্ঞপ্তি নম্বর- R&E/1-1/DR/GDS/CYCLE-III/2020.
GDS Recruitment 2021
পদের নাম- গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak). ব্রাঞ্চ পোস্টমাস্টার (Branch Post Master বা BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (Assistant Branch Postmaster বা ABPM), এবং ডাক সেবক। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের অধীনে রয়েছে MD, MC.
মোট শূন্যপদ- 1826 টি (UR- 838 টি, EWS- 201 টি, SC- 63 টি, ST- 268 টি, OBC- 412 টি, PWD A- 12 টি, PWD B- 10 টি, PWD C- 19 টি, PWD DE- 3 টি)।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 21 ডিসেম্বর, 2020 তারিখের হিসাবে। SC/ ST/ OBC ও প্রতিবন্ধী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।
বেতন- ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000/- টাকা, এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 14,500/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) বা ডাক সেবক পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 10,000/- টাকা, এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000/- টাকা।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যেকোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। যদি আবেদনকারী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার বিষয় হিসেবে পড়াশোনা করে থাকে, সেক্ষেত্রে আলাদা করে কম্পিউটার কোর্স লাগবে না। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.appost.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
উল্লেখ্য, এই গ্রামীণ ডাক সেবক পদে গুজরাট রাজ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদনযোগ্য।
আবেদন ফি- GEN/ OBC/ EWS শ্রেণীভূক্ত পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100/- টাকা। প্রতি পাঁচটি পোস্টের আবেদন করার জন্য 100/- টাকা জমা দিতে হবে। এইভাবে সর্বোচ্চ 20 টি পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে প্রতি 5 টি করে পোস্ট অফিসের জন্য আলাদা আলাদা আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি)। SC/ ST/ মহিলা/ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।