ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আবারও কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের কোন পদে আবেদন জানাবেন? আবেদন জানানোর জন্য কোন কোন যোগ্যতা লাগবে? কিভাবে নিয়োগ করা হবে? প্রতি মাসে কত বেতন পাবেন? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদি তথ্যের সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে।
পদের নাম- সার্কেল বেসড এক্সিকিউটিভ।
শূন্যপদের সংখ্যা- ৫১ টি।
বয়স সীমা- ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদনের যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে নির্দিষ্ট রাজ্যের বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতনের পরিমাণ- উল্লেখিত পদে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং নিযুক্ত হবেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ দপ্তরের পক্ষ থেকে প্রতি মাসে ৩০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, প্রতিমাসে বেতন পাবেন ৫০ হাজার টাকা
নিয়োগ পদ্ধতি- স্নাতক ডিগ্রীতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এখানে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর ব্যবস্থা থাকবে না নিয়োগের ক্ষেত্রে। মেধা তালিকায় উল্লেখিত নাম অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট এলাকার শাখায় নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে এই নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। প্রথমে ১ বছর এবং তারপরে প্রয়োজন অনুসারে আরো ২ বছর অর্থাৎ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত চুক্তির সময়কাল থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।
নিয়োগের স্থান- ভারতীয় পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের বিভিন্ন ভারতীয় শাখায় এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে ছত্রিশগড়, আসাম, বিহার, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, গোয়া, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ড এর ভারতীয় ডাক পেমেন্ট ব্যাঙ্ক এর শাখায় এই নিয়োগটি করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে IPPB -এর https://ippbonline.com/web/ippb/current-openings -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন এর পর সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক নিয়ম মেনে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে আবেদনমূল্য জমা করলেই আবেদনটি ব্যাংকের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এই সমস্ত প্রক্রিয়াটি মার্চ মাসের ২১ তারিখের মধ্যে শেষ করতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সরকারি চাকরির আপডেট, একনজরে দেখে নিন
আবেদন মূল্য-
- SC/ST/PWD : ১৫০/- টাকা
- অন্যান্য : ৭৫০/- টাকার
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.