রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের ইন্ডিয়ান এয়ার ফোর্সে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশ তথা রাজ্যের ২৩ জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- অগ্নিবীর বায়ু (Agniveer Vayu)।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে যেকোন স্বীকৃতি বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে। সঙ্গে অংক,পদার্থবিদ্যা ও ইংরেজিতে ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন।
বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৯/১২/১৯৯৯ থেকে ২৯/০৬/২০০৫ তারিখ অনুযায়ী সেড় ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
বেতন- প্রথম বছর মাসিক বেতন ৩০ হাজার টাকা।
দ্বিতীয় বছর মাসিক বেতন ৩৩ হাজার টাকা।
তৃতীয় বছর মাসিক বেতন ৩৬ হাজার ৫০০ টাকা।
চতুর্থ বছর মাসিক বেতন ৪০ হাজার টাকা।
চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ
Height- Minimum Height 152.5
Weight- বয়স অনুপাতে উচ্চতা নির্ধারণ হবে।
Chest- Minimum Renge of Expansion 5 cm.
আবেদন ফি- আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ (General/ OBC/ EWS/ SC/ ST) ২৫০ টাকা ধার্য করা হয়েছে। জমা করা যাবে নেট ব্যাংকিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) রিজিওনাল সার্টিফিকেট।
৬) স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট।
৭) ক্যারেক্টার সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে হবে)
৮) অবিবাহিত সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে হবে)
৯) রিলেশনশিপ সার্টিফিকেট।
১০) এন সি সি সার্টিফিকেট যদি থাকে।
১১) স্পোর্ট সার্টিফিকেট যদি থাকে।
১২) পাসপোর্ট সাইজের কালার ছবি।
আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা ৫ ই জুলাই ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Official Notification: Download Now
Apply Online: Click Here
Daily Job Update: Click Here