ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতের যেকোন রাজ্য অথবা যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ ,বয়স ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
যে পদে নিয়োগ করা হবে- অগ্নিবীর (বায়ু বাহিনী)।
বয়সসীমা- ২০০৫ এর ১লা জানুয়ারি থেকে ২০০৮ এর ১ লা জুলাই অবধি যে সকল প্রার্থীরা জন্মগ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বয়সসীমা সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, অঙ্ক ও ইংরেজিতে ৫০ শতাংশ নাম্বার পেলে এই পদে আবেদন করতে পারবেন অথবা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইল/ কম্পিউটার সায়েন্স/ ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ শতাংশ নম্বর সহ ডিপ্লোমা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ব্যাংকে ১৩ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন চলছে
মাসিক বেতন:
প্রথম বছরে ৩০,০০০/- টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০/- টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০/- টাকা ও চতুর্থ বছরে মাসিক বেতন ৪০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি:
নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার জন্য আবেদনকারী প্রার্থীকে নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি, আবেদন ফি, সই সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের ডকুমেন্ট আপলোড করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ৭ই জানুয়ারি, ২০২৫ থেকে ২৭শে জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।
আবেদন ফি:
আবেদন ফি ৫৫০ টাকা। এই আবেদন ফি নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্ট হবে তারপর উপরিউক্ত তিনটি ক্ষেত্রের ফলাফলের বিচারে নিয়োগ হবে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইন্সুরেন্স কোম্পানীতে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ
অনলাইন পরীক্ষার তারিখ- ২২ মার্চ ২০২৫।
শারীরিক যোগ্যতা:
অগ্নিবীর পদের ক্ষেত্রে উচ্চতাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫২ সেমি। নর্থ ইস্ট, পার্বত্য অঞ্চল ও লাক্ষাদ্বীপের প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় আছে।
এই পদে আবেদনে আগ্রহী হলে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। নোটিফিকেশনের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে।