দেশ তথা রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় চার বছরের জন্য চাকরি করার সুযোগ পাবেন বেকার যুব সমাজ। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে চাকরি করার সুযোগ পাবেন। এই পদে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সহ বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Agniveer ( General Deputy) (All Arms)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। তবে মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
পদের নাম- Agniveer (Tech)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
পদের নাম- Agniveer Tech (Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
পদের নাম- Agniveer Clerk/ Store Keeper Technical (All Arms)
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ ও বাণিজ্যিক বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Agniveer Tradesmen (All Arms) 10th Pass
শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Agniveer (All Arms) 8th Pass
শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।
বয়স- সমস্ত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
চাকরির খবরঃ রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ
বেতন কাঠামো- এই প্রকল্পকে নিযুক্তদের বেতন দেওয়া হবে, প্রথম বছর মাসিক ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসিক ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসিক ৩৬,০০০/- টাকা। ও চতুর্থ বছর মাসিক ৪০,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
Height & Weight- সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
Physical Fitness Test
Group- A- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৬০ মার্ক। এবং ১০ টি Pull Ups করলে আরো ৪০ মার্ক দেওয়া হবে।
Group- B- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩১ সেকেন্ড থেকে ৫ মিঃ ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৪৮ মার্ক। এবং ৯ টি Pull Ups করলে ৩৩, ৮ টি Pull Ups করলে ২৭, ৭টি Pull Ups করলে ২১ ও ৬ টি Pull Ups করলে ১৬ মার্ক দেওয়া হবে।
পরবর্তীতে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) রিজিওনাল সার্টিফিকেট।
৬) স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট।
৭) ক্যারেক্টার সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে হবে)
৮) অবিবাহিত সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে হবে)
৯) রিলেশনশিপ সার্টিফিকেট।
১০) এন সি সি সার্টিফিকেট যদি থাকে।
১১) স্পোর্ট সার্টিফিকেট যদি থাকে।
১২) ২০ কপি পাসপোর্ট সাইজের কালার ছবি।
আবেদন পদ্ধতি- আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আশা করা যায় জুলাই মাসের দিকে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে এর আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা ExamBangla.com -এর পাতায় প্রকাশ করবো।
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here