কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান আর্মিতে বিনামূল্যে প্রশিক্ষণ মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- Trade Apprentice (EX-ITI)
মোট শূন্যপদ– ২৮০ টি।
পদের নাম- Graduate/ Diploma Technical Apprentice
মোট শূন্যপদ- ৩ টি।
চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate/ Diploma Technical Apprentice পদের ক্ষেত্রে Engineering -এ Degree/ Diploma করে থাকতে হবে। এবং Trade Apprentice পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ITI Course করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৪ বছরের উপরে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১/১০/২০২২ তারিখ অনুযায়ী।
স্টাইপেন্ড- প্রতিমাসে স্টাইপেন্ড ৯,১৬৭/- টাকা থেকে ১১,৭৮৬/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রথমে কেন্দ্রীয় সরকারের Apprentice পোর্টালে গিয়ে বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিস্ট্রেশন করা একনলেজমেন্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- visitors room of 512 Army Base Workshop, kirkee, pune-411003.
আবেদনের শেষ তারিখ- ৫ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ বন্ধন স্কুলে প্রাইমারি টিচার নিয়োগ
Official Notification: Download Now
Apply Now: Click Here