কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- Indian Army HQ 22 Group C
মোট শূন্যপদ- ১৩৫ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- MTS (Safaiwala-28, Massenger-3), Mess Waiter-22, Barber-9, Washer Man-11, Masalchi-11, Cooks-51
চাকরির খবরঃ রাজ্যে কলকাতা পৌরসভায় বিরাট নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
চাকরির খবরঃ কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of _______(পদের নাম)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Group Of Commandar, HQ 22 Movement Control Group, Pin-900328, C/o 99 APO
আবেদনের শেষ তারিখ- ৩ মার্চ, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গ, আসাম, আন্দামান এবং নিকোবার, অরুণাচল প্রদেশ ও মনিপুর।
Official Notification: Download Now
Official Website: Click Here