ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সাইন্স (IASC) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় MTS সহ অন্যান্য বিভিন্ন পদে হবে কর্মী নিয়োগ। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.- IACS/ADVT/P/05/1167
পদের নাম- Assistant Librarian
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সাইন্স বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারাইজ লাইব্রেরিতে কাজের পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের ধার্য্য বেতন ৫৬,১০০/- টাকা।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রশিক্ষণ
পদের নাম- Registrar
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যেকোনো একটিতে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের ধার্য্য বেতন ৪৪,৯০০/- টাকা।
পদের নাম- Upper Division Clerk
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইন্স, আর্টস অথবা কমার্স বিভাগের বিষয়গুলির যেকোনো একটিতে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে ইংরেজি ভাষায় বিভিন্ন প্রকার কাজে অভ্যস্ত থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং সমন্ধে সাম্যক ধারণা রাখতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের ধার্য্য বেতন ২৯,২০০/- টাকা।
পদের নাম- MTS (Technical)
মোট শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সহ কারিগরি শিক্ষার সংশ্লিষ্ট ট্রেডগুলির যেকোনো একটিতে নূন্যতম ২ বছরের ITI Trade Certificate থাকা চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের ধার্য্য বেতন ১৮,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীদের প্রস্তাবিত আবেদনপত্রে নিজেরদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের স্বাক্ষর করা প্রয়োজনীয় নথিপত্র যেমন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, উপলব্ধ জাতি শংসাপত্র ইত্যাদি একত্রে করে একটি মুখবন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র কেবলমাত্র পোষ্ট অফিসের মাধ্যমেই প্রেরণ করতে হবে।
আবেদন ফি- তপশিলি জাতি এবং মহিলা আবেদনকারীদের ৫০০/- টাকা এবং অন্যান্য জাতিভুক্ত আবেদনকারীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032
আবেদনের শেষ তারিখ- ২৪ নভেম্বর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here