রাজ্যের তথা দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নৌবাহিনীতে ২০০ জন অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্ট পদে এই কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। ভারতের যেকোনো রাজ্য তথা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে অবিবাহিত ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর নিয়োগ
পদের নাম- স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্ট। (Agniveer- MR)
মোট শূন্যপদ- ২০০ টি (পুরুষ- ১৬০ টি, মহিলা- ৪০ টি)। অবিবাহিত যেকোনো পুরুষ বা মহিলা এইসব পদগুলিতে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ ডিসেম্বর ১৯৯৯ থেকে ৩১ মে ২০০৫ -এর মধ্যে।
বেতন- প্রথম বছর মাসিক বেতন ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসিক বেতন ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসিক বেতন ৩৬,৫০০/- টাকা। চতুর্থ বছর মাসিক বেতন ৪০,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরি
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন শুরু ও শেষ- আবেদন শুরু ২৫ জুলাই থেকে এবং আবেদন চলবে ৩০ জুলাই পর্যন্ত।
শারীরিক যোগ্যতা-
পুরুষদের ক্ষেত্রে- ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ২০ টি ও Push Ups- ১২ টি করতে হবে।
মহিলাদের ক্ষেত্রে- ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ১৫ টি ও Bent Knee Sit-Ups -১০ টি করতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২) সিগনেচার ও বুড়ো আঙ্গুলের ছাপ।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৫) এছাড়াও আরও অন্যান্য যাবতীয় তথ্য লাগলে দিতে হবে।
Official Website: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here