Indian Navy বা ভারতীয় নৌবাহিনীতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে 1159 শূন্যপদে। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। Indian Navy Recruitment Notification 2021.
Indian Navy Recruitment Notification 2021
পদের নাম
ট্রেডসম্যান মেট (Tradesman Mate).
শূন্যপদের সংখ্যা
ট্রেডসম্যান মেট (Tradesman Mate) পদে মোট শূন্যপদের সংখ্যা 1159 টি। যাদের মধ্যে ইস্টার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 710 টি (UR- 303, SC- 116, ST- 57, OBC- 163, EWS- 71), ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 324 টি (UR- 133, SC- 48, ST- 24, OBC- 87, EWS- 32), সাউদার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 125 টি (UR- 57, SC- 16, ST- 2, OBC- 37, EWS- 13).
বেতনক্রম
ট্রেডসম্যান মেট (Tradesman Mate) পদের মূল বেতন Rs. 18,000/- টাকা থেকে Rs. 56,900 টাকা (As per 7th CPC)। সঙ্গে সমস্ত সরকারি ভাতা। বয়স হিসাব করবেন 7 মার্চ, 2021 তারিখের হিসাবে।
বয়স
আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। SC/ ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা
Indian Navy Tradesman Mate পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে ITI Course পাস করতে হবে।
Job Profile
Tradesman Mate পদে যেসব কাজ করতে হবে, সেগুলি নীচে দেয়া হল-
- Working in production/ maintenance of Shop/ Ship/ submarine.
- General cleanliness & upkeep of the section/ unit.
- Carrying of files and other papers within the office area.
- Photocopying, sending/ receiving of FAX, letters etc.
- Other non-clerical work in the section/ unit.
- Assisting in routine office work like diary, dispatch, etc including on computer.
- Delivering of Dak (inside and outside the section/ unit).
- Watch & ward duties.
- Cleaning of building, fixture etc.
- Dusting of furniture etc.
- Upkeeps of parks, lawns, potted plants etc.
- Any other work assigned by superior authority.
নিয়োগ পদ্ধতি
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে (MCQ type). পরীক্ষা হবে মোট 100 নম্বরের। প্রশ্নের সংখ্যা 100 টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক। যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো-
- General Intelligence And Reasoning- 25 Marks.
- Numerical Aptitude- 25 Marks.
- General English & Comprehension- 25 Marks.
- General Awareness- 25 Marks.
আরও পড়ুন: জেলায় জেলায় গ্রন্থাগার গুলিতে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। www. joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 22 ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ 7 মার্চ, 2021 বিকেল পাঁচটা পর্যন্ত।
আবেদন ফি
জেনারেল/ OBC/ EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 205/- টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে Visa Card/ Master Card/ RuPay Card/ Credit/ Debit Card বা UPI -এর মাধ্যমে। SC/ ST/ PWD/ Ex-servicemen/ মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।