চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্ডিয়ান নেভিতে গ্রুপ-সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে গ্রুপ-সি সহ আরও বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫০০ -এর বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। Indian Navy Group- C Recruitment 2022.

পদের নাম- ইলেকট্রিক্যাল ফিটার, ইলেকট্রো প্লাটার, ইঞ্জিন ফিটার, ফাউন্ড্রি, প্যাটার্ন মেকার, ICE ফিটার, ইন্সট্রুমেন্ট ফিটার, মাচিনিস্ট, মিলরাইট ফিটার, প্লাটার, শীত মেটাল, পাইপ ফিটার, টেলার, ওয়েল্ডার, রেডার ফিটার, রেডিও ফিটার, রিগার, শিপরাইট, ব্ল্যাক স্মিথ, বোলার মেকার, সিভিল ওয়ার্কস, কম্পিউটার ফিটার, ইলেকট্রনিক ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার, হট ইনসুলেটর,ICE ফিটার ক্রেন
শূন্যপদ- মোট ১৫৩১ টি। (SC- ২১৫ টি, ST- ৯৩ টি, OBC- ৩৮৫ টি, EWS- ১৪১ টি, UR- ৬৯৭ টি)

[quads id=10]

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসেশিপের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন করার আগে স্ক্যান করা প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদন করার শেষ তারিখ- এম্প্লয়মেন্ট নিউজ পেপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ২৮ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুনঃ
রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ
রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ

[quads id=10]

Official Notice: Download Now
Apply Now: Click Here
Join Telegram: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ