ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে এ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রার্থী নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Indian Oil Corporation Eastern Region Apprentice Recruitment 2021
পদের নাম- টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস।
শূন্যপদ- মোট ৫২৭ টি। (পশ্চিমবঙ্গ- ২৩৬ টি, বিহার- ৬৮ টি, উড়িষ্যা- ৬৯টি, ঝাড়খন্ড- ৩৫টি, আসাম- ১১৯টি)
পশ্চিমবঙ্গের মধ্যে কত শূন্যপদ-
১) ট্রেড এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে- ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, Machinist ট্রেড মিলিয়ে মোট শূন্যপদ ৯০ টি।
২) টেকনিকেল এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ট্রেড মিলিয়ে মোট শূন্যপদ ১৩৮টি।
৩) ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস)- ২ টি।
৪) রিটেল সেলস এসোসিয়েট (ফ্রেশার)- ২ টি।
৫) ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ২ টি।
৬) রিটেল সেলস এসোসিয়েট (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ২টি।
চাকরির খবরঃ নভেম্বর মাসের সমস্ত চাকরির খবর
শিক্ষাগত যোগ্যতা- ট্রেড এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট শাখায় আইটিআই (ITI) পাশ। টেকনিক্যাল এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস এসোসিয়েট এর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ৩১/১০/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। www.iocl.com ওয়েবসাইটের গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই কালার ফটো, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার জন্য কাছে রাখতে হবে।
প্রশিক্ষণের সময়কাল- ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে ১৫ মাস এবং রিটেল সেলস এসোসিয়েট এর ক্ষেত্রে ১৪ মাস। বাকি অন্যান্য পদগুলির ক্ষেত্রে প্রশিক্ষণ এর সময়কাল ১২ মাস।
স্টাইপেন্ড- এপ্রেন্টিস প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রার্থীরা স্টাইপেন্ড নির্দিষ্ট হারে পাবেন।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের, প্রশ্নের ধরন হবে mcq টাইপ।
চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
প্রকাশিত হলো নভেম্বর মাসের সাপ্তাহিক চাকরির খবর। প্রতিদিন চাকরির খবর সর্বপ্রথম পাওয়ার জন্য Exambangla ওয়েবসাইট ভিজিট করুন।#WestBengalGovernment #Jobs #WestBengal #exambangla pic.twitter.com/AQnPxGR7T1
— Exam Bangla (@exambangla) November 9, 2021
পরীক্ষা পদ্ধতি-
ট্রেড এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে-
১) Generic Aptitude including Quantitative Aptitude- ৩০ নম্বর
২) Reasoning Abilities- ৩০ নম্বর
৩) Basic English- ৪০ নম্বর
বাকি অন্যান্য পদগুলির ক্ষেত্রে-
১) Technical Acumen in relevant discipline- ৪০ নম্বর
২) Generic Aptitude including Quantitative Aptitude- ২০ নম্বর
৩) Reasoning Abilities- ২০ নম্বর
৪) Basic English- ২০ নম্বর
ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস এসোসিয়েট ক্ষেত্রে-
১) Generic Aptitude- ৩০ নম্বর
২) Reasoning Ability- ৩০ নম্বর
৩) Basic English- ৪০ নম্বর
আবেদন করার শেষ তারিখ- ০৪/১২/২০২১
লিখিত পরীক্ষার তারিখ- ১৯/১২/২০২১
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here