চাকরির খবর

Indian Oil Job | ইন্ডিয়ান ওয়েলের হলদিয়া দপ্তরে কর্মী নিয়োগ

Advertisement

Indian Oil Job: ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -এর মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Indian Oil Job 2023

Employment No- RD/FTE-2023
পদের নাম- Executive Level L1/ Executive Level L2
মোট শূন্যপদ- ১০৬ টি। (Executive Level L1-96, Executive Level L2-10)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering/ Electrical Engineering/ Civil Engineering -এ B.E/ B Tech করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির খবর ২০২৩

বয়স- Executive Level L1 পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং Executive Level L2 পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- Executive Level L1 পদের ক্ষেত্রে বার্ষিক ১২ লক্ষ টাকা এবং Executive Level L2 পদের ক্ষেত্রে বার্ষিক ১৬ লক্ষ টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২২ মার্চ, ২০২৩

Indian Oil Job

আবেদন ফি- আবেদন ফি বাবদ General, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আরও পড়ুনঃ ডি.এল.এড পরীক্ষা স্থগিত রাখলো প্রাইমারি বোর্ড

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের হলদিয়া, অসাম, বিহার, গুজরাট, হরিয়ানা ও ওড়িশা।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles