ব্যাঙ্কে যারা কাজ করতে চান, তাদের জন্য সুখবর। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে এপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। এই পদে আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, বয়স সীমা ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- অ্যাপ্রেন্টিস।
শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য শূন্যপদ হলো ৩৬৮ টি। তবে বিভিন্ন জায়গা অনুযায়ী শূন্য পদে বিভাজন করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ হতে হবে ও আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে রেজিস্টার থাকতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমা- ১/৩/২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারী পদপ্রার্থীদের বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন- মেট্রো পোস্টের মাসিক স্টাইপেন্ড ১৫০০০ টাকা, আরবান হলে মাসিক স্টাইপেন্ড হবে ১২০০০ টাকা , সেমি আরবান অথবা রুরাল হলে মাসিক স্টাইপেন্ড হবে ১০ হাজার টাকা।
পরীক্ষা পদ্ধতি- এই ক্ষেত্রে একটি অনলাইন লিখিত পরীক্ষা হবে, যেখানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর প্রশ্ন থাকবে ২৫ টি, জেনারেল ইংরেজির উপর প্রশ্ন থাকবে ২৫ টি। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং আপটিটিউডের ওপর প্রশ্ন থাকবে ২৫ টি ও কম্পিউটার সাবজেক্ট নলেজের উপর প্রশ্ন থাকবে ২৫ টি। টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় হবে ৯০ মিনিট। এরপর স্থানীয় অর্থাৎ আঞ্চলিক ভাষার উপর একটি পরীক্ষা হবে । তারপর মেরিট লিস্ট বের হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের www.job.in-তে caree পেজে যেতে হবে অথবা www.bfsissc.com এ গিয়ে রেজিস্টার করতে হবে। সেখানে গিয়ে কেরিয়ার অপারচুনিটিস অপশনে ক্লিক করতে হবে এবং নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করে সেটাকে সাবমিট করতে হবে।
আবেদন ফি- PWBDদের জন্য আবেদন ফি লাগবে ৪০০ টাকা। ফিমেল অথবা SC\STর জন্য আবেদন ফি হলো ৬০০ টাকা আর জেনারেল ও ও EWSদের জন্য আবেদন ফি ৮০০ টাকা।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১/৩/২০২৫ থেকে, আবেদনপত্র চলবে ৯/৩/২০২৫ অবধি। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ১/৩/২০২৫ থেকে ১২/৩/২০২৫ অবধি।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.