ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে গোটা বছরে সাধারণত প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। ২০২৪ এর শেষ থেকেই এল বিভাগের বিভিন্ন পদে বিপুল পরিমাণে কর্মসংস্থানের উদ্দেশ্যে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি রেল বিভাগের পক্ষ থেকে প্রায় ১০ হাজারটি শূন্য পদে ALP বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আইটিআই, গ্রাজুয়েশন এমনকি ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে জেনে বুঝে নিতে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নেবেন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ALP
মোট শূন্যপদের সংখ্যা- ৯৯৭০ টি।
পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদের বিবরণ- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা ইস্টার্ন রেলওয়ে অথবা মেট্রো রেলওয়ে কলকাতা বিভাগে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে মোট ৭৬৮ জন এবং মেট্রো রেলওয়ে কলকাতার পক্ষ থেকে মোট ২২৫ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদনের যোগ্যতা- সরকারি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত চাকরিপ্রার্থীরা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রী অথবা আইটিআই সার্টিফিকেট অর্জন করেছেন, তারা এই পদে খুব সহজেই আবেদন জানাতে পারবেন। আবেদনকারী ব্যক্তিকে আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ
বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- ভারতীয় রেল বিভাগের বিভিন্ন গ্রুপ সি পদের মত এখানেও যথেষ্ট ভালো মানের বেতন কাঠামো অনুসরণ করে বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিয়োগ পদ্ধতি- সম্প্রতি ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। যেখান থেকে জানা যাচ্ছে যে চাকরিপ্রার্থীদের যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করেই বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। তাই সঠিক নিয়োগ পদ্ধতি জেনে নিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে ২০২৫ সালের মধ্যেই এই নিয়োগটি হবে বলে জানা যাচ্ছে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। এর পাশাপাশি আবেদন মূল্য হিসেবে সাধারণ চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ ST/ ESM/মহিলা চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে।
আরও পড়ুনঃ কলকাতা ইরকন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে, কোন যোগ্যতায় আবেদন?
এই বিষয়ে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.