পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের সকল বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর দিল ভারতীয় রেল। রেলে প্রায় 3 লক্ষ শূন্য পদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি সহ রেলের বিভিন্ন বিভাগে মোট শূন্যপদ রয়েছে 2 লক্ষ 79 হাজার 22 টি। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ভারতীয় রেলে ৩ লক্ষ শূন্যপদে নিয়োগ
তথ্য অনুযায়ী, উত্তর রেলওয়েতে সবথেকে বেশি শূন্য পদ রয়েছে। উত্তর রেলে মোট শূন্যপদের সংখ্যা 38 হাজার 448 টি। 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ-সি এবং গ্রুপ-ডি তে শূন্যপদের সংখ্যা 26 হাজার 957 টি। পূর্ব রেলে মোট শূন্যপদের সংখ্যা 26 হাজার 207 টি। দক্ষিণ-পূর্ব রেলে 15 হাজার 469 টি শুন্যপদ রয়েছে। পাশাপাশি রেল মন্ত্রকের আওতায় থাকা কলকাতা মেট্রোতে 769 টি পদ ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, 2018 ও 2019 সালে প্রকাশিত প্রায় 2 লক্ষ গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে নিয়োগের যে সমস্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ইতিমধ্যে তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবশিষ্ট শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে খবর পাবেন।