Railway Apprentices Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া ট্রেনিং এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে তে এপ্রেন্টিস প্রশিক্ষণে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell) -এর তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হবে পূর্ব এবং মধ্য রেলওয়ের দপ্তরে।
Employment No.- RRC/ECR/HRD/Act. App/2023-24
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ১৮৩২ টি। ডিভিশন অনুযায়ী শূন্যপদ নিচের ছকে দেওয়া হল।
চাকরির খবরঃ রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ- ডি কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সেইসঙ্গে স্বীকৃত আইটিআই থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা- আবেদনাকারীদের বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে।
মাসিক স্টাইপেন্ড- নির্বাচিত প্রার্থীদের বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশকালীন স্টাইপেন্ড দেওয়ার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের RRC (ECR) এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে। সঠিক ভাবে সমস্ত তথ্য পূরণ করার পর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
চাকরির খবরঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
আবেদন ফি- আবেদনকারীদের এককালিন ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৯ ডিসেম্বর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now