বছর ঘুরলেই লোকসভা ভোট। সেই আবহেই এবার ভারতীয় রেলে বিপুল নিয়োগের ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি জানালেন ভারতীয় রেলের বিভিন্ন জোন মিলিয়ে প্রায় ২ লক্ষের ওপর শূন্যপদ আছে বর্তমানে। সম্প্রতি লোকসভার বাদল অধিবেশন চলা কালীন এই তথ্য প্রকাশ্যে আনলেন রেলমন্ত্রী। সংশ্লিষ্ট মহলের ধারণা আগামী লোকসভা ভোটের পূর্বেই এই বিপুল শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় সরকার। প্রতি বছর রেলের যে পরিমাণ কর্মী অবসর গ্রহণ করছেন সেই তুলনায় রেলের নতুন রিক্রুটমেন্ট অনেক কম বলা চলে। তাই বিশেষজ্ঞ মহলের ধারণা এই বিপুল পরিমাণ শূন্যপদ পূরণের ক্ষেত্রে উদ্যোগী হতে পারে সরকার। সেকারণেই লোকসভার হাউসে রেলমন্ত্রীর এই তথ্য প্রকাশ কে যথেষ্ট তাৎপর্য পূর্ণ মনে করছেন তারা।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় আড়াই লাখের কাছাকাছি শূন্যপদ রয়েছে ভারতীয় রেলে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শূন্যপদের পরিসংখ্যান প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে রেলের সমস্ত জোন মিলিয়ে গ্রুপ সি-এর শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৯টি। এর মধ্যে উত্তরাঞ্চলে রয়েছে ৩২ হাজার ৪৬৮টি শূন্যপদ। পশ্চিমাঞ্চল ও সেন্ট্রাল জোন মিলিয়ে রয়েছে ২৫, ২৮১টি শূন্যপদ। আর পূর্বাঞ্চলের জন্য রয়েছে ২৯, ৮৯৬টি শূন্যপদ। এই বিপুল সংখ্যক শূন্যপদের হিসেব প্রকাশ্যে আসার পরই নিয়োগের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ শীঘ্রই শিক্ষক নিয়োগ রাজ্যে জানালেন মুখ্যমন্ত্রী
রেলমন্ত্রী জানান, ভারতীয় রেলের নিয়োগ হয় কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। তাঁর বক্তব্য, ৩০ জুন ২০২৩ পর্যন্ত লেভেল-১ এ নিয়োগ হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ২৮০ টি শূন্যপদে। গ্রুপ সি তে প্যানেলভুক্ত হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৩৪৯ টি শূন্যপদে। আগামী বছর লোকসভা ভোট। তার আগেই রেলের শূন্যপদের খতিয়ান প্রকাশ্যে আসায় বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই নিয়োগ কর্মসূচি গ্রহণ করতে পারে কেন্দ্র। হতে পারে সে বিষয়ে জোর পরিকল্পনা চলছে সরকারের অন্দরে।