চাকরির খবর

ভারতীয় রেলে ৯ হাজার টেকনিশিয়ান নিয়োগ! মার্চে শুরু আবেদন, জানাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

ভারতীয় রেলে কয়েক হাজার শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে খুব তাড়াতাড়ি। মার্চ মাসেই শুরু হবে আবেদন। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদন।

Advertisement

নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিচ্ছে ভারতীয় রেল। বিভিন্ন বিভাগের কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মারফত। সম্প্রতি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পর এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার আবেদন চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত। সংশ্লিষ্ট নিয়োগে শূন্যপদ রাখা হয়েছে ৫ হাজারের বেশি।

এবার টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এদিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে টেকনিশিয়ান পদের জন্য শূন্য পদ থাকবে প্রায় ৯ হাজারের কাছাকাছি। মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষার অনলাইন আবেদন শুরু করতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেক্ষেত্রে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই নিজেদের আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। অনলাইন আবেদনের পর পরীক্ষা হবে অক্টোবর অথবা ডিসেম্বর মাস নাগাদ।

ভারতীয় রেলে ৯ হাজার টেকনিশিয়ান

ভারতীয় রেলে ৯ হাজার টেকনিশিয়ান

চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ

এই সংক্রান্ত বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রতি বছর নিয়ম মাফিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভারতীয় রেল। অন্তর্বর্তী বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এই একই কথা বলেছেন রেলমন্ত্রী। স্বভাবতই রেলমন্ত্রীর এই ঘোষণার পর খুশি গোটা দেশের চাকরিপ্রার্থীরা। ভারতীয় রেল অবশ্যই বিপুল কর্মসংস্থানের একটি জায়গা। বিভিন্ন রাজ্যের কয়েক কোটি চাকরিপ্রার্থী ভারতীয় রেলের নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা করে থাকেন। শর্ট নোটিশ প্রকাশের পর পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ এবং অনলাইনে আবেদন শুরুর অপেক্ষায় আছেন চাকরিপ্রার্থীরা।

ভারতীয় রেলে ৯ হাজার টেকনিশিয়ান

Related Articles