অন্যান্য খবর

রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত! বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো বোর্ড

Advertisement

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। রাজ্যের বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে একটা ভয় প্রথম থেকেই ছিল, সামনে যেহেতু পঞ্চায়েত ভোট তাহলে কি পূর্ব নির্ধারিত তারিখে পরীক্ষা হবে? আশঙ্কা সঠিকই হল। রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হলো। ঠিক কোন পরীক্ষা স্থগিত হয়েছে, পরবর্তী কত তারিখে ওই পরীক্ষা হবে বিস্তারিত জেনে নিন।

আগামী ১৮ জুন রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য তা স্থগিত ঘোষণা করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB). পরীক্ষাটি একটি ডিপার্টমেন্টাল পরীক্ষা। কনস্টেবল ও লেডি কনস্টেবল পদ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও লেডি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে প্রমোশনের পরীক্ষা।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে বাতিল হলো শনিবারের হাফ ছুটি

রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ৮ ই জুলাই পঞ্চায়েত ভোটের জন্য এই পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ ১৮ই জুন পরীক্ষা হবে না। ১৮ই জুনের পরিবর্তে ঠিক কোন দিন পরীক্ষা হবে তা খুব শীঘ্রই ঘোষণা করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। কিছুদিন আগেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছিলেন পরীক্ষার্থীরা। তবে এখন পরীক্ষায় বসার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁদের। পরীক্ষাটি হবে সংক্ষিপ্ত ও বর্ণনামুলক প্রশ্নের ওপর। নতুন পরীক্ষার তারিখ প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় আপডেট করা হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

join Telegram

Related Articles