ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (IRCON) -এ ওয়ার্কস ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- c-95/2023
পদের নাম- Works Engineer (Civil-31, Electrical-2, S&T- 1)
মোট শূন্যপদ- ৩৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil/ Electrical/ Engineering/ Technology -তে Graduate Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৩৬,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
ইন্টারভিউ তারিখ- ১৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২৩ পর্যন্ত। (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ এপ্রিল, ২০২৩)
ইন্টারভিউ স্থান- পশ্চিমবঙ্গের ক্ষেত্রে Ircon International Limited, 378, Prantik Pally, Dhanmath Kasba, Kolkata-700107, West Bengal ( অন্যান্য রাজ্যের জন্য আলাদা আলাদা ইন্টারভিউ ঠিকানা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে)
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গ, কর্ণাটক, হরিয়ানা, পাঞ্জাব, উড়িষ্যা, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লি।
Official Notification: Download Now
Official Website: Click Here